সফটওয়্যার ব্যবহারকারী ও প্রয়োজনীয় আইডি পাসওয়ার্ড নিজ গোপনীয়তা রক্ষা করবেন । যেহেতু সফটওয়্যার দিয়ে আপনার প্রতিষ্ঠানের আর্থিক হিসাব রাখবেন সেহেতু প্রতিদিনের হিসাব দেখে নিবেন। আপনার ফিল্ড অফিসার তার আইডি পাসওয়ার্ড অন্যকে শেয়ার করলে আপনি পুনরাই পরিবর্তন করে দিবেন। প্রতি সপ্তাহে সর্বনিম্ন ১ বার আপানার প্রয়োজনীয় রিপোর্ট গুলো প্রিন্ট অথবা সেভ করে রেখে দিবেন।
সফটওয়্যার এর ডাটা প্রতিদিন ব্যাকআপ নিয়ে রাখা হয়। আমাদের ডাটা হারিয়ে যাবার কোন প্রশ্নই আসেনাহ। দক্ষ টিম দিয়ে আমাদের সকল কিছু আপডেট রাখা হয়। গ্রাহক এর প্রয়োজনে আমাদের সাপোর্ট নাম্বার ২৪ ঘন্টাই চালু থাকে। সফটওয়্যার আপডেটের সময় সাময়িক সময় এর জন্য সফটওয়্যার বন্ধ থাকতে পারে। আমাদের দিক থেকে আপানার ব্রাঞ্চ এ প্রবেশ করার কোন অনুমতি নেয়।
Developed By LS Soft & Engineering © Software Version 4.0